জালাল গীতিসমগ্র

নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পাগল জালাল উদ্দীন খাঁর ৭০০ টিরও বেশী গান একসঙ্গে পাবেন এই অ্যাপে। এতে রয়েছে গানের নাম অনুযায়ী খোজার ব্যাবস্থা। গানের নামের প্রথম কয়েকটি অক্ষর লিখলেই গানের তালিকা থেকে যে গানটি খুজছেন, সেটি পেয়ে যাবেন। এই অ্যাপ ব্যাবহারের জন্য ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক নয়। সম্পূর্ণ অফলাইনে থেকেও এই অ্যাপ ব্যাবহার করা যাবে। সাধকের বাণীগুলো অত্যন্ত মনোরম ভাবে উপস্থাপন করা হয়েছে। গানের ভাবের প্রতি লক্ষ্য রেখে অ্যাপের রং নির্বাচন করা হয়েছে। বিশেষত গ্রাম গঞ্জের সাধু গুরু বৈষ্ণব, যারা সরাসরি বাউল গান চর্চা করেন, সারা রাত ব্যাপী পালাগান চর্চা করে থাকেন, তারা যাতে সহজে যেকোনো গান মুহূর্তেই খুজে পেতে পারেন, সেজন্য এই অ্যাপটি বানানো হয়েছে। উদাসী বৈরাগী ছাড়াও শহর অঞ্চলে যেসব ভাবসম্পদ গবেষক রয়েছেন, তাদের গবেষণার জন্যও সুবিধা বয়ে আনবে অ্যাপটি। অ্যাপটি ভালো লাগলে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না।